নিউ দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেসের একটি কোচে আগুন লাগলো। শনিবার ওড়িশার খান্তাপাড়ার কাছে আগুন লাগে বলে খবর। পরে আগুন নিয়ন্ত্রণে আসে ।
তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
নিউ দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেসের একটি কোচে আগুন লাগলো। শনিবার ওড়িশার খান্তাপাড়ার কাছে আগুন লাগে বলে খবর। পরে আগুন নিয়ন্ত্রণে আসে ।
তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
Spread the loveছবি- প্রশান্ত দাস, যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখার সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি সোমবার দক্ষিন কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তীর সমর্থনে এক প্রচার মিছিলের আয়োজন […]
Spread the loveলোকসভা নির্বাচনের প্রচারে আজ রাজ্যে তিন জনসভা করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম জনসভা করবেন যাদবপুর বারো ভূতের মাঠে বিকেল ৫:৩০, দ্বিতীয় সভা করবেন টালিগঞ্জ ফাঁড়ির কাছে সন্ধ্যা ৬ টায়, শেষ সভা […]
Spread the loveএটা নির্বাচন কমিশনের নির্দেশ নয়, এটা বিজেপি পার্টির নির্দেশ ৷ সেন্ট্রাল ফোর্সকে দিয়ে নির্বাচন করাচ্ছে বিজেপি। বুধবার স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য ও এডিজি সিআইডি রাজীব কুমারকে অপসারিত করায় কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করে এভাবেই নির্বাচন […]
Copyright © 2018 | rojdin.in All rights reserved. Powered by Prismhub Online Solutions Pvt. Ltd.
Be the first to comment