রোজদিন ডেস্ক, কলকাতা:- পার্ক সার্কাসে বিধ্বংসী আগুন। একদম স্টেশন লাগোয়া কারখানায় লাগলো আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছে স্টেশন চত্বর। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে দমকলে খবর দেন।
পার্ক সার্কাসে বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা, দেখুন সেই ভিডিও pic.twitter.com/XgBOt8QdzM
— TOB DIGITAL (@DigitalTob) January 20, 2025
ঘটনার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল আপাতত বন্ধ করা হয়। আতঙ্কে ছোটাছুটি স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলে তৎক্ষণাৎ দমকলের ১৪ টি ইঞ্জিন এসে পৌঁছেছে।
Be the first to comment