কলকাতা পুরসভা নিয়ে ইতিমধ্যেই ঘুঁটি সাজিয়ে ফেলেছেন ফিরহাদ হাকিম

Spread the love

মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পরে কলকাতা পুরসভার কোনও ওয়ার্ড থেকে জিতে আসতে হবে ফিরহাদ হাকিমকে। কোন ওয়ার্ড থেকে লড়বেন তা, এখনও স্থির হয়নি। মেয়র পদে বসার তোড়জোড়ের পাশাপাশি চলছে এনিয়ে জল্পনাও। সেক্ষেত্রে কলকাতার দুটি ওয়ার্ড সকলের নজরে, ৮২ এবং ১৩১ নম্বর। প্রথমটি প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ১৩১ নম্বর ওয়ার্ড। দ্বিতীয়টি ৮২ নম্বর ওয়ার্ড। যদি ফিরহাদ ১৩১ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হন তাহলে নিজের জায়গা ছেড়ে দেবেন বলে আগেই জানিয়েছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রণব বিশ্বাস অসুস্থ। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস প্রণব বিশ্বাসকে পদত্যাগ করিয়ে সেখানে থেকে ফিরহাদ হাকিমকে প্রার্থী করে জিতিয়ে আনা হতে পারে। ভাবী মেয়রের এটি নিজের পাড়া। যদি তিনি এখান থেকে জেতেন তাহলে ভালো হবে বলেই মনে করেন এলাকাবাসীরা। শুক্রবারই ভাবী মেয়রের সঙ্গে দেখা করতে যান দমকলের ডিজি জগমোহন। ফিরহাদ হাকিমকে শুভেচ্ছা জানাতে আসেন শোভন পত্নী রত্না চট্টোপাধ্যায়ও। আগামীদিনে পুরসভার উন্নতির জন্য বেশ কয়েকটি পরিকল্পনা রয়েছে বলে জানালেন ভাবী মেয়র ফিরহাদ হাকিম। কোন ওয়ার্ড থেকে তিনি প্রার্থী হবেন তা এখনও স্থির হয়নি। তবে কলকাতা পুরসভা নিয়ে ইতিমধ্যেই নিজের ঘুঁটি সাজিয়ে ফেলেছেন ভাবী মেয়র সেটা তার কথাতেই স্পষ্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*