কলকাতার পরে এবার মণিপুরেও চালু হল ভাসমান হাট; পড়ুন!

Spread the love

ভাসমান বাজার দেখতে এখন আর পাটায়া যাওয়ার প্রয়োজন নেই, পাটুলিতেই রয়েছেন ভাসমান বাজার। কলকাতার পরে এবার মণিপুরেও চালু হল ভাসমান হাট। উত্তর পূর্ব ভারতের মণিপুরের বিষ্ণুপুরের শুরু হল প্রথম ভাসমান তাঁতের হাট। লেকে এই ভাসমান হাটের উদ্বোধন করেন ত্রিপুরার আদিবাসী উন্নয়নমন্ত্রী মেভার কুমার জামাতিয়া। ছিলেন অন্যান্য আধিকারিকরাও। গান গাইতে গাইতে তাঁরা যান হাটে।

মোট ৫টি ভাগ থাকছে এই ভাসমান তাঁতের হাটে। মণিপুর সরকারের পক্ষ থেকে বিষ্ণুপুর অঞ্চলের শিল্পীদের হস্তচালিত তাঁতযন্ত্র দেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবেই আপাতত এই হাট শুরু করা হয়েছে। বয়ন শিল্পে স্থানীয় অঞ্চলের মহিলাদের আরও বেশি করে যুক্ত করে স্বনির্ভর করার লক্ষ্যেই এই সুযোগ দেওয়া হচ্ছে বলে জানান মণিপুরের বস্ত্র শিল্প দফতরের অধিকর্তা কে লামলি কামেই। এই উদ্যোগ সফল হলে আরও বড় আকারে হাট করা হবে বলেও জানান তিনি। মূলতঃ তাঁতশিল্পকে সকলের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ। এছাড়া পর্যটক টানতেও এই হাট হাতিয়ার হবে বলে আশা মণিপুর সরকারের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*