গরীবদের জন্য ফুড ব্যাঙ্ক চালু করতে চলেছে পূর্ব বর্ধমানের এক সংস্থার সদস্যরা

Spread the love
কেউ খাবারের অভাবে ধুঁকছে। অন্যদিকে খাবার পড়ে নষ্ট হচ্ছে। আর তাই যাতে গরীব না খেতে পাওয়া মানুষগুলো খাবারের অভাবে না ভোগে তার জন্য অভিনব উদ্যোগ নিল পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এডুকেশন এণ্ড ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। তাঁরা একটি ফুড ব্যাঙ্ক চালু করতে চলেছেন৷
সোসাইটির সম্পাদক আমিরুল্লা আলি জানিয়েছেন, তাঁদের সংস্থায় রয়েছে স্কুল, কলেজের শিক্ষক থেকে ছাত্রছাত্রীরাও। খাবার এইভাবে নষ্ট হওয়ার ঘটনা তাঁদের সকলের মনকেই নাড়া দিয়েছে। তাই অনেকদিন ধরেই এই বিষয়ে কিছু করতে পারেন কিনা সেই বিষয় নিয়ে আলোচনা করছিলেন। আর তারপরেই তাঁরা বর্ধমান শহরের ষ্টেশন এবং বীরহাটা এলাকায় দুটি ফুড ব্যাঙ্ক তৈরি করতে চলেছেন। আগামী ১৫ সেপ্টেম্বর বর্ধমান ষ্টেশনে প্রথম এই ফুড ব্যাঙ্ক চালু হতে চলেছে।
এই ফুড ব্যাঙ্কে ৩২০ লিটারের ক্ষমতা সম্পন্ন একটি ফ্রিজ রাখা হবে। সেখানে কোথাও কোনও উদ্বৃত্ত খাবার (অবশ্যই পচা-গলা নয়) যে কেউ অবাধে রেখে যেতে পারবেন। একই সঙ্গে কারোও কোনও খাবার দরকার পড়লে অবাধে তিনি ওই ফ্রিজ থেকে তা নিয়ে খেতে পারবেন। থাকছে না কোনও নিষেধাজ্ঞা। এই ধরণের উদ্যোগে এগিয়ে এসেছেন বর্ধমানের ষ্টেশন ম্যানেজার স্বপন অধিকারী। ইতিমধ্যেই তাঁরা বর্ধমানবাসীর কাছে তাঁদের উদ্বৃত্ত খাবার নোংরা আর্বজনা বা ভ্যাটে না ফেলে এই ফ্রিজে রেখে যাওয়ার আবেদন জানান শুরু করেছেন৷ তার জন্য লিফলেটও বিলি করেছেন।
আমিরুল্লার দাবি, গোটা পৃথিবীতে ২০১৭ সালের হিসাব অনুসারে ১.৬ বিলিয়ন টন খাদ্য আবর্জনায় পরিণত হয়েছে। যা গোটা পৃথিবীতে উৎপন্ন খাদ্যের তিন ভাগের এক ভাগ। এরই পাশাপাশি তাঁরা দেখেছেন বর্ধমান শহরেও বহু মানুষকে খাবারের জন্য কষ্ট পেতে। তাই তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। এই কাজে সফল হলে তাঁরা শহরের অন্যান্য প্রান্তেও এই ধরণের ফুড ব্যাঙ্ক তৈরি করবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*