আটা সহ খাদ্যদ্রব্যের কোয়ালিটি কন্ট্রোলের জন্য নতুন পদক্ষেপ খাদ্য দফতরের

Spread the love

আটার কোয়ালিটি কন্ট্রোলের জন্য সব জেলাতে ফুড ইন্সপেক্টর নিযুক্ত করবে খাদ্য দফতর। বিধানসভায় জানালেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন তিনি বলেন, রাজ্য সরকারকে দেওয়া আটার মান খারাপ হওয়ার জন্য ইতিমধ্যেই ২০টি মিলের লাইসেন্স বাতিল করা হয়েছে। তাই এবার আটার গুনগতমান ঠিক রাখতে জেলায় জেলায় এই স্পেশাল ফুড ইন্সপেক্টর নিয়োগ করা হবে।

এছাড়াও এদিন খাদ্যমন্ত্রী জানান, আটা সহ খাদ্যদ্রব্য টেস্টিং-এর জন্য নতুন টেস্টিং মেশিন জার্মানি থেকে আনছে খাদ্যদফতর। জুন-জুলাই মাসেই আসছে এই নতুন মেশিন। নতুন এই মেশিন বসবে খাদ্যভবনে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*