আপাতত বাড়ছে না শেষ মেট্রোর ভাড়া, পুরোনো ভাড়াতেই করা যাবে যাতায়াত

Spread the love

রোজদিন ডেস্ক :- আপাতত বাড়ছে না দিনের শেষ মেট্রোর ভাড়া। এমনটাই জানিয়ে দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, কিছু প্রযুক্তিগত ত্রুটির জন্য আপাতত এই বিষয়টি স্থগিত রাখা হয়েছে। মঙ্গলবার অর্থাৎ ১০ ডিসেম্বর থেকে দিনের শেষ মেট্রোর ভাড়া বাড়বে বলেই জানিয়েছিল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।

সম্প্রতি কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে জানানো হয়েছিল, ব্লু লাইন অর্থাৎ কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে দিনের যে শেষ মেট্রোটি রাত ১০টা ৪০ মিনিটে ছাড়া হয় তাতে লাগু হতে চলেছে ১০ টাকার সারচার্জ। মানে টিকিটের দাম বাড়তে চলেছে। এই সিদ্ধান্ত ঘিরে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও তৈরি হয়েছিল।
কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছিল, শেষ মেট্রোতে তেমন ভিড় হচ্ছে না। তাই পরিষেবা বজায় রাখতেই দূরত্ব নির্বিশেষে টিকিটের সঙ্গে অতিরিক্ত ১০ টাকা সারচার্জ যুক্ত করা হবে। তবে এদিন বিকেলের দিকে নিজেদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় মেট্রো। জানানো হয়, প্রযুক্তিগত কারণের জন্য পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অতিরিক্ত ১০ টাকা লাগু হচ্ছে না। অর্থাৎ পুরনো ভাড়াতে এখন যাতায়াত করা যাবে। পরবর্তী নির্দেশিকা না আাসা পর্যন্ত।
লোকসভা নির্বাচনের সময় চলতি বছরের মে মাসে থেকে ব্লু লাইন ১-এ শুরু হয় বিশেষ রাত্রিকালীন পরিষেবা। এই পরিষেবা সপ্তাহের পাঁচদিন সোমবার থেকে শুক্রবার চালু থাকে। এই নয়া পরিষেবা চালু হওয়ার পর প্রথম দিকে শেষ মেট্রো পাওয়া যেত রাত ১১টার সময়। পরে তা পরিবর্তন করে করা হয় রাত ১০টা40 মিনিট। তাতেই অতিরিক্ত ভাড়া ধার্য করা হয়েছিল। তবে আপাতত সেই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*