প্রয়াত হলেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত 

Spread the love

রোজদিন ডেস্ক :- প্রয়াত হলেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। দীর্ঘ একমাস ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন বারাণসীর হাসপাতালে। শনিবার বারাণসীর ট্রমা কেয়ার সেন্টারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ২৩ অক্টোবর বারাণসীর থিওসফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার একটা অনুষ্ঠানে বক্তব্য রাখতে যান সেখানেই সেরিব্রালে আক্রান্ত হন তিনি। তখনই তাঁর নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। এরপরই তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই শনিবার দুপুরে তাঁর মৃত্যু ঘটে।
প্রসঙ্গত, আরজি কাণ্ডের পর এক অনুষ্ঠানে বক্তব্য রাখায়। সেই বক্তব্যকে ঘিরে তৈরি হয় বিতর্ক। এরপরই কলকাতা পুলিশ নোটিশ পাঠিয়েছিল পঙ্কজ দত্তকে। এমনকি তিনি থানাতেও হাজির হয়েছিলেন। তাঁর জবানবন্দি রেকর্ডও করা হয়।
স্পষ্টবক্তা হিসাবে অত্যন্ত পরিচিত ছিলেন পঙ্কজ দত্ত। তিনি একেবারে আপোষহীন ছিলেন। শাসকদলের নানা অনিয়মের বিরুদ্ধে একেবারে জোর গলায় তিনি বার বার প্রতিবাদ করে গিয়েছেন। সেই পঙ্কজ দত্ত চলে গেলেন। চিরবিদায় পঙ্কজ দত্ত।
এদিকে পঙ্কজ দত্তের প্রয়াণে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। চিত্রশিল্পী সমীর আইচ বলেন, যেভাবে শাসকদল তাঁর কণ্ঠস্বরকে রোধ করলেন তা ভাবতে পারছি না। শাসকদল তাদের কুচক্রে থাকা কিছু মানুষকে দিয়ে যে ভাবে অভব্যতা করেছিল তা ভাবতে পারছি না। আজ বাঙালির অত্যন্ত বেদনাময় দিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*