রোজদিন ডেস্ক, কলকাতা:-অসুস্থ প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।ভর্তি রয়েছেন হাসপাতালে। সোমবারই তাঁকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসএসকেএমে ভর্তি করা হয়েছিল।
সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কার্ডিওলজিতে আইসিইউতে রাখা হয়েছিল। দেহে হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছে। রক্ত দিতে হয়েছে বলে খবর। তবে জানা যায় যে ক্রিয়েটিনিনের মাত্রা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। অক্সিজেন দিতে হয়েছে পার্থকে। একাধিক টেস্ট করা হয়েছে। এসএসকেএমেই চিকিৎসা চলছে। তবে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার বিষয়টি দেখা হচ্ছে। পালস রেটও কিছুটা এদিক ওদিক ছিল। তবে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে।
Be the first to comment