ফ্রন্ট ক্ষমতায় এলে বিনামূল্যে রেশন দেওয়া হবে, ২১-এর মঞ্চ থেকে বড়সড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Spread the love

লোকসভা নির্বাচনে বাকি আর মাত্র আড়াই বছর। তার আগেই ফ্রন্টকে মজবুত করতে হবে, একুশের মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন মমতা। বুধবার ভার্চুয়াল মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ২০২৪ সালে ফ্রন্ট ক্ষমতায় এলে দেশজুড়ে বিনামূল্যে দেওয়া হবে রেশন। নিখরচায় দেশবাসী পাবে চিকিৎসা পরিষেবা। তৃণমূল নেত্রীর এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিন একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় কী বক্তব্য রাখবেন সেদিকে তাকিয়ে ছিল গোটা দেশ। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ভাষণের সরাসরি সম্প্রচারণ শোনার জন্য উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম, শরদ পাওয়ার, রামগোপাল যাদব, জয়া বচ্চন, শরদ পওয়ার সহ জাতীয় রাজনীতির প্রথম সারির নেতারা।

এদিন বারবার বিজেপি বিরোধী ফ্রন্ট গড়ে লড়াইয়ের ইঙ্গিত মিলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে। মোদী বিরোধী রাজনৈতিক দলগুলিকে উদ্দেশ্য করেই যেন মমতা এদিন বলেন, ‘আড়াই বছর বাকি। এখন থেকেই জোট বেঁধে আলো দেখাতে হবে। এবার রাজ্যে রাজ্যে খেলা হবে।’ বারবার বলেন, ‘যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো নষ্ট করছে বিজেপি।’ তিনি বলেন, ‘মোদীজী আপনাকে ব্যক্তিগত আক্রমণ করছি না। আমাদের রাজনীতিতে একটা নীতি আছে। কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছেন আপনি , অমিত শাহ। যতটা নীচে নামা সম্ভব আপনি নেমেছেন।’

পাশাপাশি এদিন নিজের বক্তব্যে সাধারণ মানুষের জন্য প্রতিশ্রুতি দিতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, ‘ফ্রন্ট ক্ষমতায় এলে সকলকে বিনামূল্যে রেশন ও চিকিৎসা দেওয়া হবে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*