সঞ্চার ক্রান্তি যোজনার আওতায় মহিলা ও ছাত্র-ছাত্রীদের হাতে ফ্রি স্মার্টফোন তুলে দেবে ছত্তিশগড় সরকার

Spread the love
ফ্রি-তে মাইক্রোম্যাক্স ফোন ৷ সঙ্গে আবার Jio কানেকশন ৷ প্রায় ৫০ লক্ষ স্মার্টফোন ফ্রি-তে দেওয়া হবে ছত্তিশগড়ে ৷ এর জন্য রিলায়েন্স জিও-কে দেড় হাজার কোটি টাকার কন্ট্র্যাক্ট দিয়েছে রাজ্য ৷ রাজ্যের সঞ্চার ক্রান্তি যোজনার আওতায় মহিলা ও ছাত্র-ছাত্রীদের হাতে ফ্রি স্মার্টফোন তুলে দেবে সরকার ৷
ছত্তিশগড় সরকারের এই উদ্যোগে উচ্ছ্বসিত রাজ্যের মানুষ৷ মাইক্রোম্যাক্সের কর্ণধার বিকাশ জৈন জানিয়েছেন, মহিলাদের মোট ৪৫ লক্ষ স্মার্টফোন দেওয়া হবে ৷ এছাড়া ৫ লক্ষ স্মার্টফোন দেওয়া হবে পড়ুয়াদের ৷ তাঁর কথায়, ‘স্মার্টফোন বিতরণের জন রাজ্যজুড়ে ১০ হাজার শিবির করা হবে৷ সব কটি স্মার্টফোনের সঙ্গেই জিও সিম দেওয়া হবে ৷’
এই প্রকল্পের জন্য ২০০০ থেকে ২৫০০ অস্থায়ী কর্মীও নিয়োগ করা হবে৷ কয়েক সপ্তাহের মধ্যেই স্মার্টফোন বিতরণ চালু হয়ে যাবে ৷
কী ধরনের স্মার্টফোন দেওয়া হবে? মহিলাদেরকে ফ্রি-তে দেওয়া মাইক্রোম্যাক্সের ফোনটি ৪ ইঞ্চির ডিসপ্লে থাকছে ৷ ১ GB RAM ও ৮ জিবি ইন্টারনাল মেমরি থাকছে ৷ ছাত্র-ছাত্রীদের জন্য ফোনটিতে থাকছে ৫ ইঞ্চির ডিসপ্লে, ২ জিবি RAM ও ১৬জিবি ইন্টারনাল মেমরি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*