সোমবার পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বাম এবং কংগ্রেসের দেশ ব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রথমে কংগ্রেস পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে ধর্মধটের ডাক দেয়। পরে সিপিএমের কেন্দ্রীয় কমিটির দফতর একে গোপালন ভবনে সাংবাদিক সম্মেলন করে সিপিএম, সিপিআইসহ মোট পাঁচটি বামপন্থী দল ১০ সেপ্টেম্বর ওই ইস্যুতেই আলাদা করে হরতালের ডাক দেয়। কিন্তু সোমবার ভারত বন্ধের আগের দিন, অর্থাৎ রবিবারেই ফের বাড়ল জ্বালানির দাম।
এক নজরে রবিবার বিভিন্ন মেট্রোপলিটন শহরে জ্বালানির দাম:-
কলকাতা- পেট্রল লিটার প্রতি ৭৩.২০ টাকা। ডিজেল প্রতি লিটার ৭৫.৩৬ টাকা।
দিল্লি- পেট্রল ৮০.৫০ টাকা প্রতি লিটার। ডিজেল প্রতি লিটার ৭২.৬১ টাকা।
মুম্বই- পেট্রল এবং ডিজেল প্রতি লিটার যথাক্রমে ৮৭.৮৯ টাকা এবং ৭৭.০৯ টাকা।
চেন্নাই- পেট্রল প্রতি লিটার ৮৩.৬৬ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৭৬.৭৫ টাকা।
Be the first to comment