
রোজদিন ডেস্ক, কলকাতা:- ক্যানসার সহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ৩৬টি জীবনদায়ী ওষুধে পুরোপুরি শুল্ক প্রত্যাহার করা হল। শনিবার বাজেট পেশের সময় এমনটা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পাশাপাশি, ৬টি জীবনদায়ী ওষুধে ৫% শুল্ক প্রত্যাহারের ঘোষণা করলেন তিনি।
আগামী সপ্তাহেই সংসদে পেশ হবে নতুন আয়কর বিল। এদিন বাজেট বক্তৃতায় সে কথাও ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পাশাপাশি বিমায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়ে ১০০ শতাংশ করা হবে বলেও ঘোষণা নির্মলার। এতদিন ৭৪ শতাংশ ছিল বিদেশি বিনিয়োগ।
প্রবীণদের জন্য সুখবর। ষাটোর্ধ্বদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ এক লক্ষ টাকা ঘোষণা করেছেন তিনি। এলসিডি, এলইডি, মোবাইল ফোনের যন্ত্রাংশে শুল্ক ছাড় ঘোষণা করা হয়েছে। বৈদ্যুতিন গাড়ি, কোবাল্ট, লিথিয়াম ব্যাটারিতে পুরোপুরি শুল্ক প্রত্যাহার করার কথা জানানো হয়েছে।
Be the first to comment