চলতি মাসেও রান্নার গ্যাসের দামে সাধারণ মানুষকে রেহাই দিল না মোদি সরকার। বাণিজ্যিক সিলিন্ডারের দাম কিছুটা কমানো হলেও একই রইল গৃহস্থের রান্নার গ্যাস। অন্যদিকে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম গত মার্চ মাসে ৩৫০ টাকা বাড়ানো হয়েছিল। ১ এপ্রিল কলকাতায় সেই দাম ৮৯ টাকা কমিয়ে বর্তমানে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য ২১৩২ টাকা হয়েছে।
গার্হস্থ্য সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। ১৪.২ কেজির সিলিন্ডারের মূল্য কলকাতায় ১১২৯ টাকা রয়ে গিয়েছে। দিল্লিতে সিলিন্ডারে দাম ১১.৩ টাকা, মুম্বইতে ১১০২.৫০ টাকা, চেন্নাইতে ১১১৮.৫০ টাকা। প্রসঙ্গত গত মার্চ মাসে ৫০ টাকা দাম বাড়ানো হয়েছিল গার্হস্থ সিলিন্ডারের। এবারও সেই গ্যাসের দাম একই রাখা হলো। সব মিলিয়ে নতুন অর্থবছর শুরুতে সাধারণ মানুষকে বিন্দুমাত্র স্বস্তি দিল না সরকার। তবে কেন্দ্রীয় সরকার আগেই ঘোষণা করেছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে ১৪.২ কেজির সিলিন্ডারে ২০০ টাকা করে ভর্তুকি আরও একবছর বাড়ানো হবে। অর্থাত্ যে সব পরিবার উজ্জ্বলা প্রকল্পের অধীনে এলপিডি ব্যবহার করেন, তাঁরা ২০২৪-এর মার্চ পর্যন্ত এই সুবিধা পাবেন।
Be the first to comment