গৌতম সরকার ও স্বপন সেনগুপ্তকে জীবনকৃতি সম্মান দেবে ইস্টবেঙ্গল

Spread the love

ইনভেস্টর ইমামির সঙ্গে চুক্তি নিয়ে জটিলতা এখনও মেটেনি। তারই মধ্যে আগামি পয়লা আগস্ট প্রতিষ্ঠা বার্ষিকী এবং ১৩ আগস্ট পল্টু দাসের জন্মোৎসব পালনের প্রস্তুতি শুরু করে দিল ইস্ট বেঙ্গল। এ বছর পয়লা আগস্টের অনুষ্ঠানে তেমন কোনও জৌলুস নেই। সকালে ক্লাব লনে লাল হলুদ পতাকার উদ্বোধন এবং তার পরে ক্লাব তাঁবুতে স্বেচ্ছায় রক্তদান উৎসবের মধ্য দিয়েই পালিত হবে ক্লাবের ১০৩ বছরের জন্মদিন।

তবে ১৩ আগস্ট পল্টু দাসের জন্মদিন খুব জাঁকজমক করে পালন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। মোট দুদিনের উৎসব হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেটা স্টেডিয়াম পাওয়ার উপরে নির্ভর করবে। ১২, ১৩ এবং ১৪ আগস্টের মধ্যে দুদিন হবে পল্টু দাসের জন্মোৎসব। তবে সেই দু দিন কী হবে তা এখনও ঠিক হয়নি। শুধু ১৩ আগস্ট ক্লাবের দুই প্রাক্তন অধিনায়ক স্বপন সেনগুপ্ত এবং গৌতম সরকারকে জীবনকৃতি সম্মান দেওয়া হবে। এই সম্মানের আর্থিকমূল্য এক লক্ষ টাকা।

তবে এ বছর ভারতগৌরব সম্মান কাউকে দেওয়া হবে কি না তা নিয়ে কোনও আলোচনা হয়নি। মঙ্গলবার ইস্ট বেঙ্গল ক্লাবের কার্যকরী কমিটির সভায় এই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি ইমামিকে আবার চিঠি দেওয়া হবে। তাদেরকে অনুরোধ করা হবে যত তাড়াতাড়ি সম্ভব চুক্তি সম্পন্ন করে যেন দলগঠনে হাত দেওয়া হয়। ইমামি সূত্রের খবর, তাদের অন্যতম ডাইরেক্টর আদিত্য আগরওয়াল এখন বিদেশে। তিনি ফিরলে চুক্তি হবে। দু পক্ষের মধ্যে সব কিছু নিয়ে ঐক্যমত্য হয়ে গেছে। এখন চুক্তি হওয়া শুধু সময়ের অপেক্ষা। হয়তো এ সপ্তাহেই চুক্তি হয়ে যেতে পারে বলে ক্লাব সূত্রের খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*