প্যালেস্টেনীয় সশস্ত্র হামাসের আল কাশিম ব্রিগেডের রকেট হামলার পর থেকেই ইজ়রায়েলের প্রেসিডেন্ট গাজায় সর্বাত্মক সেনা অভিযানের কথা ঘোষণা করেছিলেন। পাশাপাশি প্যালেস্টেনীয়দের গাজ়া ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তার পর থেকেই গাজ়ায় ধারাবাহিক ক্ষেপণাস্ত্র এবং বিমানহানা চলছে।এ বার যুদ্ধবিধ্বস্ত গাজ়ার প্যালেস্টেনীয় শরণার্থী শিবিরে নির্বিচারে বোমাবর্ষণ করল ইজ়রায়েলি বায়ুসেনা। পাল্টা লেবানন সীমান্তেও আঘাত হেনেছে প্যালেস্টাইন যোদ্ধারা। দুপক্ষের অন্তত ১৪০০ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
ইজ়রায়েলি বোমাবর্ষণের শিকার হয়েছে গাজ়ার একটি হাসপাতাল। গত তিনদিনের সংঘর্ষে ২৩ লক্ষ প্যালেস্টেনীয় বাসভূমি গাজ়ায় এক লক্ষ ২০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে কয়েক হাজার ঠাঁই নিয়েছিলেন জ়াবালিয়ার শরণার্থী শিবিরে। কিন্তু সেখানেও নির্বিচারে চলল হামলা। ইজ়রায়েলি বোমাবর্ষণে নারী ও শিশু-সহ বহু নাগরিকের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।ইতিমধ্যেই গাজ়া সীমান্ত পেরিয়ে দক্ষিণ ইজরায়েলের বেশ কয়েকটি এলাকায় ঢুকে হামলা চালিয়েছে আল কাশিম ব্রিগেড। সোমবার সন্ধ্যায় ইজ়রায়েলে রাজধানী জেরুসালেম থেকে সাইরেনের তীব্র শব্দ শোনা গিয়েছে। যদিও সেখানে হামলার কোনও খবর জানায়নি নেতানিয়াহু সরকার।
Be the first to comment