আশারাম বাপু, রাম রহিমের পর এবার স্বঘোষিত ধর্মগুরু বাবা রামপাল। বৃহস্পতিবার দু’টি পৃথক খুনের মামলায় তাকে দোষী সাব্যস্ত করল হরিয়ানার হিসারের বিশেষ আদালত। এদিন তার শুনানি ঘিরের শহর জুড়ে কঠোর করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। তাকে জেল থেকে বের করে আদালতে আনার ঝুঁকি নেয়নি প্রশাসন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার শুনানি নিষ্পত্তি করেন বিচারক।
২০০৬ সালে তার বিরুদ্ধে এক মহিলাকে খুনের অভিযোগ ওঠে। প্রায় ১২ একরের সত্লক আশ্রমের এক প্রান্তে ওই মহিলার দেহাবশেষ উদ্ধার করা হয়। সেবার আর্য সমাজ এবং রামপালের ভক্তদের মধ্যে সংঘর্ষ বেঁধেছিল। অভিযোগ, তার জেরেই খুন করা হয় ওই মহিলাকে। সেই খুনের ঘটনায় ২০১৪ সালের ১৪ নভেম্বরে পুলিস রামপালকে গ্রেফতার করে। তাও বিস্তর কাঠখড় পুড়িয়ে। ৯ নভেম্বর থেকে আশ্রমের বাইরে ঘাঁটি গেড়েছিল হয়িয়ানা পুলিশ। ভক্তদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠে এলাকা। এতে আরও পাঁচ মহিলা ও এক শিশুর মৃত্যু হয়। আহত হয় সংবাদকর্মীসহ অনেকে। পরে প্রায় ২৫ হাজার পুলিশ নিয়ে আশ্রমের ভিতরে ঢুকে গ্রেফতার করা হয় রামপালকে।
এদিন তাই আগেভাগেই হিসার শহর জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়। শহরের বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয় প্রায় ২০০০ সশস্ত্র পুলিশ। চারবছর মামলা চলার পর শেষের পথে শুনানি। দোষী সাব্যস্ত হন রামপাল। তবে পৃথক পৃথক ভাবে শাস্তি ঘোষণা করা হবে ১৬ ও ১৭ অক্টোবর।
Be the first to comment