সংখ্যালঘু দফতর থেকে সরানো হল গোলাম রব্বানিকে, দায়িত্ব সামলাবেন স্বয়ং মমতা

Spread the love

পঞ্চায়েতের মুখে রাজ্য মন্ত্রিসভায় রদবদল। সংখ্যালঘু উন্নয়ন দফতরের দায়িত্ব থেকে সরানো হল গোলাম রব্বানিকে। এবার থেকে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দফতরের দায়িত্ব সামলাবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, গোলাম রব্বানির কাজে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। দফতরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকছেন তাজমুল হোসেন। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মুখে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যু এবং সম্প্রতি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গ্রেফতারির প্রতিবাদে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের একাংশের মনে চাপা অসন্তোষ জমা বাঁধতে শুরু করেছিল বলে মত রাজনৈতিক মহলের। যদিও সেই তত্ত্ব শুরু থেকেই মানতে নারাজ রাজ্যের শাসক শিবির। এমন অবস্থায় সংখ্যালঘু উন্নয়ন দফতরের দায়িত্ব নিজের কাঁধে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, কিছুদিন আগে সাগরদিঘির উপনির্বাচনে তৃণমূল প্রার্থীকে পিছনে ফেলে জয়ী হয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। যে বিধানসভা এতদিন বাম-কংগ্রেস শূন্য ছিল, সেখানে এখন কংগ্রেসের নতুন বিধায়ক হয়েছেন বাইরন। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের মতো একটি এলাকা যেখানে প্রায় ৬৪ শতাংশ সংখ্যালঘু ভোটার, সেখানে তৃণমূলের হার নিয়ে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। যদিও রাজ্যের শাসক শিবির বরাবর বলে এসেছে, একটি উপনির্বাচনের ফলাফল নিয়ে তারা উদ্বিগ্ন নয়। তবে অতীতে যে কোনও উপনির্বাচনে দেখা গিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই জনতার রায় গিয়েছে শাসকের পক্ষেই। সেখানে সাগরদিঘির উপনির্বাচনে এমন উলটপুরানে স্বাভাবিকভাবেই কিছুটা হলেও স্নায়ুর চাপে রয়েছে শাসক শিবির।

এমন অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজেই সংখ্যালঘু উন্নয়ন দফতরের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। স্বাভাবিকভাবেই রাজ্য মন্ত্রিসভায় পঞ্চায়েত ভোটের আগে এমন রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এখন দেখার এই রদবদলের পর আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কোনও প্রভাব পড়ে কি না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*