এ বার থেকে সরকারি হাসপাতালে বিনা খরচায় হবে সিটি স্ক্যান, এমআরআই এবং ডিজিটাল এক্স-রে। বুধবার এ কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।
দুর্মূল্যের বাজারে চিকিৎসার জন্য খরচের চোটে কার্যত মাথায় হাত পড়ার উপক্রম হয় গরীব, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তদের। দারিদ্র্য সীমার নীচে থাকা অংশের অবস্থা আরও করুণ। এমনকী বহু ক্ষেত্রে হাতে টাকা-পয়সা থাকলেও সঠিক ভাবে চিকিৎসা পান না রোগীরা। এই রুঢ় বাস্তবের মধ্যে দাঁড়িয়ে রাজ্য সরকারের নতুন এই সিদ্ধান্ত সমাজে বেশ কিছু বদল আনবে বলেই মনে করছে বিভিন্ন মহল।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও বটে। আর এ দিন তাঁর সরকারই ঘোষণা করেছে যে এ বার থেকে সরকারি হাসপাতালে ইনডোর, আউটডোর এবং এমার্জেন্সি সব বিভাগেই বিনামূল্যে সিটি স্ক্যান, এমআরআই এবং ডিজিতার এক্স-রে পরিষেবার সুবিধা পাবেন রোগীরা। স্বভাবতই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি রাজ্যবাসী।
এই নিয়ম জারি হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ এবং ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি ডাক্তার শান্তনু সেন। মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানিয়ে তিনি বলেছেন, “একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই এমন সিদ্ধান্ত নিতে পারেন।”
Be the first to comment