আফগান শরণার্থীদের আটকাতে তুরস্ক সীমান্তে প্রাচীর তুলেছে গ্রিস

Spread the love

গত সপ্তাহে আফগানিস্তানে আশরফ গনি সরকারের পতনের পরেই তাই এ বার আগে ভাগেই সতর্ক এই মহাদেশের অধিকাংশ দেশ। তালিবান নেতৃত্বের হাত থেকে বাঁচতে শয়ে শয়ে মরিয়া আফগান নাগরিকের দেশ ছাড়ার হিড়িকের ছবি দেখে ফেলেছে গোটা বিশ্ব। আফগান শরণার্থীদের আটকাতে তুরস্ক
সীমান্তে ইতিমধ্যেই ৪০ কিলোমিটার লম্বা প্রাচীর তুলে ফেলেছে গ্রিস।

গ্রিস সরকারের ধারণা, তুরস্ক হয়ে প্রচুর মানুষ আফগানিস্তান থেকে তাদের দেশে ঢোকার চেষ্টা করবেন। দেশের নাগরিক অধিকাররক্ষা সংক্রান্ত মন্ত্রকের তরফে গত কাল জানানো হয়েছে, অদূর ভবিষ্যতে যা হতে চলেছে, তার জন্য হাত পা গুটিয়ে বসে থাকতে তারা মোটেই রাজি নয়। তাই এখন থেকেই সীমান্তে কড়া নজরদারি শুরু হয়েছে। তোলা হয়ে গিয়েছে প্রাচীরও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*