রচনার উদ্যোগে গ্রিন সিগন্যাল! নতুন বছরে হুগলিবাসীর জন্য মেট্রো পরিষেবা..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- এমনিতে টেলিভিশনের পর্দায় প্রতিদিন বিকেল হতে না হতেই উপহারের ডালি নিয়ে ‘দিদি নম্বর ওয়ান ‘ এ চলে আসেন রচনা ব্যানার্জি। আর এবার বড়দিনের আগেই নিজের এলাকার মানুষদের জন্য দারুন উপহার নিয়ে হাজির হলেন তিনি। এখনও এক বছরও হয়নি বিনোদন জগত থেকে রাজনীতিতে নাম লিখিয়েছেন রচনা ব্যানার্জি। এরই মধ্যে হুগলিবাসীর জন্য বড় উদ্যোগ নিয়ে ফেলেলেন তিনি।

আগামী দিনে তাঁরই উদ্যোগে হুগলিতে চালু হতে পারে মেট্রোরেল। তবে রচনা জানিয়েছেন সবটাই রয়েছে কেন্দ্রের হাতে। তাই কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে আগামী দিনে হুগলিতেও মেট্রো চলবে। ইতিমধ্যেই শহর কলকাতা থেকে পাতাল রেল পৌঁছে গিয়েছে হাওড়া জেলায়। এবার মেট্রো রেলের গন্তব্য হতে চলেছে হুগলি জেলা।

আজ হুগলি জেলা শাসক মু্ক্তা আর্যর সঙ্গে এলাকা উন্নয়ন নিয়ে বৈঠক করেন রচনা।সেখানেই মেট্রো নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে রচনা বলেন, “মেট্রোটা যদি চুঁচুড়া ব্যান্ডেল পর্যন্ত আনতে পারি, মানুষের ভীষণ উপকার হয়। সেটা নিয়ে চিঠিপত্র চলছে। একটা বড় ব্যাপার। এটা কেন্দ্রের সাহায্য ছাড়া সম্ভব নয়। সেটা নিয়ে আওয়াজ তোলা হচ্ছে। সেই বিষয় নিয়েও জেলাশাসকের সঙ্গে কথা হল। ডিএম বলেছেন তা যদি করা যায় তাহলে বহু মানুষ উপকৃত হবে।”

ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েও ফেলেছেন রচনা। তিনি বলেন, “রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আমি চিঠি দিয়েছিলাম, উনি তার উত্তরও দিয়েছেন। সেটা সবথেকে বড় কথা। উনি বলেছেন কীভাবে এগোনো যায়, সেটা দেখছেন।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*