সফলভাবে মহাকাশে পাড়ি দিলো ভারতের সবচেয়ে ভারী রকেট; পড়ুন!

Spread the love

ছবি সৌজন্যে- এএনআই

ভারতের সবচেয়ে ভারী রকেটের এ বার সফল উত্‍‌ক্ষেপণ হলো ৷ কমিউনিকেশন স্যাটেলাইট GSAT-29 নিয়ে মহাকাশে পাড়ি দিল ভারতের এখনও পর্যন্ত সবচেয়ে ভারী রকেট ৷ বুধবার সন্ধ্যায় শ্রীহরিকোটা থেকে সফল উত্‍‌ক্ষেপণ করা হলো স্যাটেলাইট সহ রকেটটি ৷ স্যাটেলাইটটির ওজন মোট ৩ হাজার ৪২৩ কেজি ৷ জানা গিয়েছে বুধবার বিকেল ৫টা ৮ মিনিটে শ্রীহরিকোটা থেকে GSLV-Mk III রকেটটির সফল উত্‍‌ক্ষেপণ হলো। থ্রি স্টেজের এই রকেটটির ওজন প্রায় ৬ লক্ষ ৪০ হাজার কেজি ৷

ইসরো জানিয়েছে, GSAT-29 পাঠানোর মূল উদ্দেশ্যই হল, দেশের প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি ঘটানো ৷ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই স্যাটেলাইট দেশের যোগাযোগ ব্যবস্থা বদলে দেবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*