গত ২৪ ঘন্টারও বেশি সময় বন্ধ জিএসটি পোর্টাল! রিটার্ন জমা দিতে না পারায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :– জিএসটি পোর্টাল (GST Portal Down) গত ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। মাসিক এবং ত্রৈমাসিক রিটার্ন জমা দেওয়ার গুরুত্বপূর্ণ সময়সীমার ঠিক কয়েক দিন আগে এই ঘটনা ঘটায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। শনিবার, ১১ জানুয়ারি এই রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ।

কিন্তু বৃহস্পতিবার থেকে পোর্টাল কাজ না করায় অনেকেই তাদের রিটার্ন জমা দিতে পারছেন না। এখনও বন্ধ পোর্টাল।

এখনও পর্যন্ত পোর্টাল সচল হয়নি (GST Portal Down)। সময়সীমা শনিবার হওয়ায় ব্যবসায়ীরা রিটার্ন জমা দেওয়ার জন্য হিমশিম খাচ্ছেন। এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা সময়সীমা বাড়িয়ে ১৩ জানুয়ারি পর্যন্ত করার দাবি তুলেছেন।
বৃহস্পতিবার জিএসটিএন-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি আপডেটে জানানো হয়, কিছু ব্যবহারকারী জিএসটিআর-১ সারাংশ তৈরি এবং জমা দিতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা আরও জানিয়েছে যে, এই সমস্যা সমাধানের জন্য তাদের প্রযুক্তিগত দল কাজ করছে।
তবে, কিছুক্ষণ আগে প্রকাশিত একটি আপডেটে জানানো হয়েছে, পোর্টাল শুক্রবার দুপুর ১২টা থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে ব্যবসায়ীদের জন্য রিটার্ন জমা দেওয়ার একটি সীমিত সময়সীমা পাওয়া যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*