গুজরাটে চলন্ত গাড়িতে মহিলার যৌন নিগ্রহের অভিযোগ, মৃত বছর আঠাশের তরুণী

Spread the love
চলন্ত গাড়িতে মহিলাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল ৷ ২৮ বছরের মহিলাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও পরে তার মৃত্যু হয় ৷ ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরেন্দ্রনগরে ৷
বুধবার সকালে ঘটনাটি ঘটেছে যখন কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেড়িয়েছিলেন ৷ নার্সের কাজ করতেন মহিলা ৷ রাস্তায় তাকে লিফটদেন এক ব্যক্তি।
অভিযোগ গাড়িতে উঠার পর তাকে সঙ্গে অশালীন আচরণ করতে শুরু করে ৷ বাধা দেওয়ার চেষ্টা করায় আরও আক্রোশের মুখে পড়তে হয় তাকে ৷ তাকে মারধর করে চলন্ত গাড়িতে থেকে ছুঁড়ে ফেলে দেয় অভিযুক্ত ৷ এর জেরে মাথায় গুরুতর চোট পান তিনি।
হাসপাতালে ভর্তি করা হলেও রাতে তার মৃত্যু হয় ৷ ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে ৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*