গুজরাত দাঙ্গায় মোদিকে ক্লিনচিটে সায় সুপ্রিম কোর্টেরও

Spread the love

গুজরাত দাঙ্গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশেষ তদন্তকারী দলের (SIT)  দেওয়া ক্লিনচিটে সিলমোহর দেশের সর্বোচ্চ আদালতের। ২০০২ সালে গোধরা-পরবর্তী দাঙ্গায় অভিযুক্ত ছিলেন গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। দাঙ্গায় নিহত কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি সিটের তদন্তের বিরুদ্ধে আবেদন করেন। শুক্রবার সেই আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট।

বিচারপতি এ এম খানবিলিকর-এর নেতৃত্বাধীন বেঞ্চ আহমেদাবাদ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্তই বহাল রাখে। আহমেদাবাদ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের কাছে সিট রিপোর্ট জমা দিয়ে এই তদন্ত করার আর্জি জানিয়েছিল। সেই আবেদন মঞ্জুর করেছিল নিম্ন আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশেই সিট রিপোর্ট দিয়েছিল এবং তাকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন জাকিয়া জাফরি। সুপ্রিম কোর্ট জানিয়েছে, জাকিয়ার আবেদনের কোনও সারবত্তা নেই এবং তা খারিজ করার যোগ্য।

প্রসঙ্গত, ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি গুজরাতের গুলবার্গ সোসাইটিতে একদল দুষ্কৃতীর হাতে মারা যান। আবেদনে জাকিয়া জানিয়েছিলেন, তাঁর অভিযোগ ও দেওয়া নথিপত্র খতিয়ে দেখেনি সিট। তাঁর অভিযোগ, সিট তদন্ত না-করেই সিদ্ধান্তে উপনীত হয়েছে। আর তাদের কথাই মেনে নিয়েছে ম্যাজিস্ট্রেট পর্যায়ের আদালত, পরে গুজরাত হাইকোর্টও। যদিও তাঁর কাছে সব ধরনের তথ্যপ্রমাণ ছিল বলে দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জাকিয়া অভিযোগে জানান, অভিযুক্তদের পক্ষ নিয়েছে সিট। উভয়ের মধ্য যোগসাজশের অভিযোগও এনেছিলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*