গুজরাটে চলছে শেষ দফার ভোট, ভোটাধিকার প্রয়োগ করলেন হেভিওয়েটরা

Spread the love

বৃহস্পতিবার গুজরাটে দ্বিতীয় ও চূড়ান্ত দফার বিধানসভা ভোট। দুপুর ২টো পর্যন্ত ভোটদানের হার ৪৭.৪০ শতাংশ। এখনও পর্যন্ত রেকর্ড ভোট পড়েছে সবরকান্তায় (৩৬.৫৬ শতাংশ) ও সবচেয়ে কম ভোট পড়েছে আমেদাবাদে (২৩.৯২ শতাংশ)। মধ্য গুজরাটের ৬১টি আসনে ও উত্তর গুজরাটের ৩২টি আসনে ভোট চলছে । ৯৩টি আসনের জন্য ২ কোটি ২২ লক্ষ মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।গতবার এই ৯৩টি আসনের মধ্যে বিজেপি জেতে ৫২টিতে, কংগ্রেস ৩৯টিতে। সকাল সকাল বুথমুখো ভোটাররা। বেলা যত গড়াচ্ছে ততই দীর্ঘতর হচ্ছে লাইন। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট, শেষ হবে বিকেল ৫টায়।

দ্বিতীয় দফায় বৃহস্পতিবার ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহ। শেষ দফায় ভাগ্য নির্ধারণ হবে জিগ্নেশ মেবানি, অল্পেশ ঠাকোর এবং নীতিন প্যাটেল, এই ৩ হেভিওয়েটের। চূড়ান্ত দফায় উল্লেখযোগ্য ভোটগ্রহণ কেন্দ্র হল, বনসকাঁঠা, পাটান, সবরকান্তা, মেহসেনা, গান্ধীনগর, আহমেদাবাদ, আরাভাল্লি, মহিসাগর, পাঁচমহল, দাদর, খেদা, আনন্দ, ভদদোরা এবং ছোটা উদিপুর। এদিন সকালে ভোট দিয়ে গণতন্ত্রকে আরও শক্তিশালী করার ডাক দিয়েছেন রাহুল গান্ধী।

পাশাপাশি ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন। গান্ধিনগরের বুথে ভোট দেন মোদীর মা।আমদাবাদের রানিপ এলাকার নিশান হাই স্কুলের ১১৫ নম্বর বুথে ভোটের লাইনে স্বয়ং প্রধানমন্ত্রী। আজ সকালে আহমেদাবাদের নারাণপুরার বুথে সস্ত্রীক ভোট দিয়ে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আমেদাবাদের জামালপুরে ভোট দেন বিজেপির বরিষ্ঠ নেতা লালকৃষ্ণ আডবানি। সকাল সকাল ভোট দিতে বুথে হাজির হয়েছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেল। অর্থমন্ত্রী অরুন জেটলিকে আমেদাবাদের ভেজালপুরে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায়। হার্দিক প্যাটেলও ভিরামগামের একটি বুথে বাবা ভরত প্যাটেল, এবং মা ঊষা প্যাটেলের সঙ্গে নিজরে ভোটাধিকার প্রয়োগ করেন।

 

আগামী ১৮ ডিসেম্বর, সোমবার গুজরাট বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*