লাগামছাড়া গতিতে ছুটছিল গাড়ি। পুলিশ হিসেবে স্বাভাবিক ভাবেই সেটিকে থামাতে চেয়েছিলেন তিনি৷ তার বদলে চরম আতঙ্কের অভিজ্ঞতার সাক্ষী হতে হল তাঁকে৷ ওই তীব্র গতির জেরে, ওই গাড়িতেই পুলিশকে ১০০ মিটার হিঁচড়ে নিয়ে গেল চালক!
গুরুগ্রামের এই গোটা ঘটনাটি ধরা পড়েছে রাস্তার সিসিটিভি ক্যামেরায়৷ দেখা যাচ্ছে, গাড়ির বনেটে কোনও রকমে নিজেকে আটকে রেখেছেন ওই ট্র্যাফিক পুলিশ। গাড়ির চাকায় পিষে যাওয়া থেকে কোনও রকমে রক্ষা পেয়েছেন তিনি। ভিডিওটি দেখে শিউরে উঠছেন সকলে৷
গুরুগ্রামের সিগনেচার টাওয়ারের কাছে এই ঘটনাটি ঘটেছে৷ পুলিশ জানিয়েছে, তীবের গতিতে ছোটা ওই গাড়িটিকে সামনে থেকে থামতে বলায় গাড়ির কাছে যেতেই, ওই ট্র্যাফিক পুলিশকে নিয়েই গাড়িটি বেশ কিছু দূর এগিয়ে যায়৷ বনেটে আঁকড়ে থাকেন ওই পুলিশ। ১০০ মিটার পরে পরে যখন গাড়িটি থামে, কোনও রকমে বনেট থেকে নেমে আসেন ওই কর্তব্যরত পুলিশকর্মী৷
তার পরেই ওই চালকের থেকে প্রয়োজনীয় নথিপত্র দেখতে চান তিনি৷ চালক গাড়ির কাগজ ও তার নিজের ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেনি৷ শুধু কাগজপত্র সঙ্গে না থাকাই নয়, ওই গাড়ির চালক উল্টো লেনে গাড়ি চালাচ্ছিল বলেও অভিযোগ ওই পুলিশ কর্মীর৷ এরই সাথে গাড়ি চালাতে চালাতে ফোনে কথাও বলছিল চালক। সেই সঙ্গে মদ্যপও ছিল সে। গতি তো তীব্র ছিলই।
সূত্রের খবর, গাড়িটিতে দিল্লি পুলিশের স্টিকার লাগানো ছিল৷ তবে আদৌ গাড়িটি পুলিশের কি না, নাকি বেআইনি ভাবে স্টিকার ব্যবহার করা হচ্ছে, তা খতিয়ে দেখছে পুলিশ৷ পরে গাড়িটি আটক করা হয় এবং ওই চালককেও গ্রেফতার করা হয়।
Be the first to comment