দক্ষিণ কলকাতার হরিশ মুখার্জী রোডে বেসরকারি ব্যাঙ্কে আগুন লাগার ঘটনা ঘটল রবিবার। এ দিন দুপুর আড়াইটে নাগাদ স্থানীয়রা দেখতে পান ওই বেসরকারি ব্যাঙ্কের ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। স্থানীয়রাই খবর দেন দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন।
এ দিন ছুটির দিন হওয়ায় বন্ধ ছিল ব্যাঙ্ক। দমকলকর্মীরা এসে তিনটি শাটারের তালা ভেঙে ভিতরে ঢোকেন। বেলা সাড়ে তিনটে পর্যন্ত পাওয়া খবর, আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ন নেভানো সম্ভব হয়নি। দোতলা ব্যাঙ্কের উপরের তলাতেও আগুন লেগেছে। আনা হয়েছে ল্যাডার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হরিশ পার্কের ঠিক বিপরীতেই এই বেসরকারি ব্যাঙ্ক।
দমকলের এক আধিকারিক জানান, কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। যেহেতু ব্যাঙ্ক, সেহেতু সার্ভার রুম রয়েছে। প্রাথমিক অনুমান সার্ভার রুমে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। দমকলকর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন যাতে আগুন আর ছড়াতে না পারে।
Be the first to comment