ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের হদিশ দিতে পারলেই এক মিলিয়ন মার্কিন ডলার পুরস্কারের কথা আগেই ঘোষণা করেছিলো ট্রাম্প প্রশাসন। আমেরিকার এই ঘোষণার দিনই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ হামজার উপর একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করেছে। রাষ্ট্রসংঘের তরফে বলা হয়েছে ২৯ বছরের হামজার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। যেখানেই সে এখন থাকুক না কেন সেখান থেকে অন্য কোথাও যেতে পারবে না। আর বিশ্বের কেউই হামজাকে অস্ত্র বিক্রি করতে পারবে না। হামজাও কাউকে অস্ত্র বিক্রি করতে পারবে না।
পাশাপাশি আল-কায়দা গোষ্ঠীর সম্ভাব্য উত্তরসূরী হিসেবেও হামজা বিন লাদেনকে চিহ্নিত করেছে রাষ্ট্রসংঘ। হামজার নাগরিকত্ব বাতিল করেছে সৌদি আরবও। প্রসঙ্গত, আল কায়দার বর্তমান মাথা আইমান-আল-জাওয়াহিরি। ২০১৫ সালে অডিও বার্তার মাধ্যমে এই আইমানই প্রথম প্রকাশ্যে আনেন হামজাকে। সূত্রের খবর, ওসামার মৃত্যুর আগে পর্যন্ত বাবার সঙ্গেই থাকত হামজা। তারপর পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন সেনার হাতে খতম হয় লাদেন। এরপর থেকেই বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে হামজা। বেশ কয়েকবার আমেরিকাকে ৯/১১-র থেকেও বড় হামলার হুমকি দিয়েছে হামজা।
Be the first to comment