সীমান্তে শহিদ হলেন ৫ সেনা জওয়ান। হান্ডওয়ারায় ৫৬ ঘন্টার টানা লড়াই শেষে ভারতীয় সেনার হাতে খতম হয়েছে দুই জঙ্গিও। পুলওয়ামা হামলার পরও এতটুকু শান্ত হয়নি উপত্যকা। তবে লড়াই শেষ হলেও হান্ডওয়ারায় বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে খবর। জারি রয়েছে নিরাপত্তাবাহিনীর চিরুনি তল্লাশি।
শনিবারও সোপিয়ানে সেনা ক্যাম্প লক্ষ্য করে ফের হামলা হয়। কাশ্মীরের হান্ডওয়ারায় জঙ্গিরা হামলা চালায়। শুরু হয় জঙ্গি সেনা গুলির লড়াই। দু’পক্ষের লড়াইয়ে দুই জঙ্গিকে নিকেশ করা গেলেও শহিদ হন সিআরপিএফের দুই অফিসার সহ মোট পাঁচ জন। এদিন ভোরেও চলে গুলি।
Be the first to comment