ফের শহরে পুরানো বাড়ির একাংশ ভেঙে সৃষ্টি হল বিপত্তি। এবার ঘটনাস্থল হাতিবাগান। ঘটনায় আহত বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। পুরসভার তরফে পদক্ষেপ করা হয়েছে ৷ ঘটনাস্থল ৯ নম্বর হেমেন্দ্র সেন স্ট্রিট। বাড়ি ভেঙে পড়েছে বলে সংশ্লিষ্ট থানা জানায় পুরসভাকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ছয়-সাত মাস ধরেই বাড়ির কিছু অংশ ভেঙে পড়ছিল। মঙ্গলবার সকালে তার একাংশ ভেঙে পড়ে। হতাহতের কোনও খবর নেই। স্থানীয়দের অনুমান, বাড়িটি ফাঁকাই ছিল।
জানা গিয়েছে, সংশ্লিষ্ট বাড়িটি বহু পুরানো। ঘটনার পর এদিন কলকাতা পুরসভার আধিকারিকরা সেটা ভাঙতে এসেছিলেন। পুরসভা সূত্রের খবর, বাড়ির একাংশ তাঁদের চোখের সামনেই ভেঙে পড়ে। তাতে পাশের একটি ফ্ল্যাটের গ্যারেজের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ৷ ঘটনাস্থলে এসেছেন কলকাতা পুরসভার আধিকারিকরা। পুরসভার আধিকারিকরা ঘটনাস্থলে এসে বাড়ির একাংশ ভেঙে দিচ্ছেন।
Be the first to comment