দীর্ঘদিনের স্বপ্নপূরণ; হাতানিয়া-দোয়ানিয়া নতুন ব্রিজে বকখালি জুড়লো কলকাতায়

Spread the love

মাসানুর রহমান,

সপ্তাহের শেষে বেড়ানোর অন্যতম গন্তব্য বকখালি। আর বকখালি গেলেই পাশে পাওয়া যাবে ফ্রেজারগঞ্জ, হেনরি আইল্যান্ড ও জম্বুদ্বীপ। কিন্তু বকখালি যাওয়ার অন্যতম দুর্ভোগ হাতানিয়া–দোয়ানিয়া নদী। সাধারণ যাত্রীদের ভরসা ভুটভুটি। সমস্যা আরোও বাড়ে উৎসবের মরশুমে  যখন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হত ভ্রমণার্থীদের। এজন্য ইচ্ছা থাকলেও অনেকেই রাজ্যের অন্যতম সমুদ্র সৈকত এড়িয়ে চলেন। এবার মিটলো সেই সমস্যা, হাতানিয়া-দোয়ানিয়া ব্রিজের মধ্যে দিয়ে সড়ক পথে বকখালি মিললো কলকাতায়।
একেবারে দ্বিতীয় হুগলী সেতুর আদলে গড়ে উঠেছে এই সেতু। দৈর্ঘ্য প্রায় সাড়ে ৩ কিমি। খরচ নির্মানে খরচ হয়েছে ২২৮ কোটি টাকা। সেতুটি এই মুহূর্তে সুন্দরবনের সবচেয়ে দীর্ঘ সেতু বলে দাবি করা হয়েছে সুন্দরবন উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে। পাশেই ফ্রেজারগঞ্জ, হেনরি আইল্যান্ড সেজে উঠেছে।

গতকাল বৃহস্পতিবার চালু হল হাতানিয়া দোয়ানিয়া সেতুটি। সেতুর উদ্বোধন করেন অরূপ বিশ্বাস, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা, বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা, যোগরঞ্জন হালদার সহ আরও অনেকে। জম্বুদ্বীপে পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু হয়েছে। সব মিলিয়ে সার্কিট ট্যুরিজম গড়ে তোলা হবে এই পর্যটন কেন্দ্রগুলিকে নিয়ে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*