
রোজদিন ডেস্ক, কলকাতা:- আগামীবছর বিধানসভা নির্বাচন। তার আগে রাশ নিজের হাতে রেখেই দলের খোলনলচে বদলে সংগঠন আরও জোরদার করার পথে হাঁটছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় দলের পরিষদীয় বৈঠকে তৃণমূল নেত্রী সাফ জানিয়ে দেন, দলে তিনিই শেষ কথা। নির্বাচনে কারা টিকিট পাবে, সংগঠনের তৃণমূল স্তরে সময়ের দাবি মেনে কখন এবং কতটা রদবদল করা হবে, সেই সমস্ত সিদ্ধান্ত তিনিই নেবেন।
নির্বাচনের প্রার্থীতালিকা প্রকাশিত হতেই অধিকাংশ ক্ষেত্রেই প্রকাশ্যে চলে আসে গোষ্ঠীকোন্দল। কোন মাপকাঠিতে টিকিট, তা নিয়ে প্রশ্ন তোলেন খোদ দলেরই নেতা-কর্মীরা। সোমবার পরিষদীয় দলের বৈঠকে এবিষয়েই নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, যিনি মানুষের সঙ্গে থাকবেন, তিনিই টিকিট পাবেন। এখানে অন্য কোনও মাপকাঠি নেই। পাশাপাশি বুঝিয়ে দিলেন, দলের রাশ তাঁর হাতেই রয়েছে, থাকবে। তিনিই শেষ কথা। সংগঠনের তৃণমূল স্তরেও রদবদলের ইঙ্গিত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “কে ব্লক সভাপতি হবে, কে কোন পদে থাকবে, তা আমি ঠিক করব।” বুঝিয়ে দিলেন, নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূলের সমস্ত শাখা সংগঠনের সভাপতি পদে বদল করা হবে।
এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তৃণমূলের সমস্ত শাখা সংগঠনের পদাধিকারীদের সভাপতি পদের জন্য তিনজনের নাম জমা দিতে। আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে নামের তালিকা দিতে হবে অরূপ বিশ্বাসের কাছে। পরবর্তী সিদ্ধান্ত নেবেন তৃণমূল সুপ্রিমো। অর্থাৎ দলের রদবদল থেকে নির্বাচনের টিকিট সবকিছুর শেষ সিদ্ধান্ত নেবেন তিনিই, এদিন তা স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment