রোজদিন ডেস্ক,কলকাতা:- সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ওবিসি শংসাপত্র বাতিল মামলার শুনানি। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকার যে মামলা দায়ের করেছে, তার শুনানি আগামী ২৮ জানুয়ারি এবং ২৯ জানুয়ারি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। মঙ্গলবার বিচারপতি বিআর গভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মামলায় বিস্তারিত শুনানির প্রয়োজন আছে। সেইসঙ্গে শীর্ষ আদালত আশ্বাস দিয়েছে যে আগামী মে’তে গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার আগেই মামলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত হাইকোর্টের রায়ই বহাল থাকল।
২০২৪ সালের ২২ মে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্থার বেঞ্চ রায় দিয়েছিল, ২০১০ সালের পর থেকে পশ্চিমবঙ্গে তৈরি হওয়া ওবিসি সার্টিফিকেট বাতিল করা হল। এই রায়ের ফলে রাজ্যের প্রায় ১২ লক্ষ সার্টিফিকেট অকেজো হয়ে যায়। মঙ্গলবার সুপ্রিম কোর্টে মামলার শুনানি পিছিয়ে যেতেই, বহাল রইল হাইকোর্টের রায়ই।
মে মাসে যখন কলকাতা হাইকোর্ট ওবিসি সার্টিফিকেট বাতিল করে, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য। পাশাপাশি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরও। এদিন শীর্ষ আদালতে ওবিসি শংসাপত্র মামলার শুনানি থাকলেও তা পিছিয়ে যায়। মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ জানুয়ারি। মামলার শুনানি পিছিয়ে যেতেই আপাতত ওবিসি শংসাপত্র নিয়ে বহাল থাকল কলকাতা হাইকোর্টের রায়।
উল্লেখ্য, হাইকোর্টর পর্যবেক্ষণ, রাজ্যে ওবিসিদের তালিকা তৈরির সময় কোনও সমীক্ষা করা হয়নি। রীতিমত কমিশনকে এড়িয়ে এই কাজ করা হয়েছে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি-র ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি, যার জেরে আজও ২৬ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ ঝুলেই রইল। মঙ্গলবার দেশের শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই মামলা শুনানি হওয়ার কথা ছিল। সেই মতো এদিন প্রধান বিচারপতির বেঞ্চে শুরুতেই ওঠে এই মামলা। তবে প্রধান বিচারপতি জানিয়ে দেন, আরও কিছু তথ্যের প্রয়োজন রয়েছে। অবশ্য সিবিআইকে আজই মামলা রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বাকি সব পক্ষকে ১৫ জানুয়ারির মধ্যে হলফনামা দিতে হবে সুপ্রিম কোর্টে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৫ জানুয়ারি।
Be the first to comment