রাজ্যে বর্ষা প্রবেশ করলেও সেইভাবে বৃষ্টির দেখা মিলছে না রাজ্যবাসীর। উত্তরবঙ্গে বৃষ্টি পূর্বাভাস মিললেও দক্ষিণবঙ্গে সেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তবে বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গে গরমের পরিমাণ এতটাই বেড়েছে, তা থেকে রেহাই মিলতে চলেছে উত্তরবঙ্গবাসীর। আবহাওয়ার পরিবর্তন উত্তরবঙ্গে। কমবে তাপমাত্রাও। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।
কলকাতায় সোমবার আংশিক মেঘলা আকাশ থাকবে। দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে কলকাতায়। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। বতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ।
উত্তরবঙ্গে সকাল থেকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। তাপমাত্রা কমবে অনেকটাই। ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। অন্যদিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।
Be the first to comment