স্কুল-মামলায় হাইকোর্টের ভর্ৎসনার মুখে রাজ্য পুলিস

Spread the love

বালুরঘাটের এক স্কুলের মামলায়  আদালতের ভর্ৎসনার মুখে পড়ল পুলিস। ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতিকে এখনও কেন পুলিস গ্রেফতার করেনি, প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। বুধবার বিচারপতি বলেন, ওই ব্যক্তি কি নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করেন? এখনই তাঁর স্কুলে ঢোকা বন্ধ করে দেব। স্কুলের সামনে পুলিস পাহারা বসিয়ে দেব। পুলিসকে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। একইসঙ্গে মামলায় গ্রেফতারের ধারা যুক্ত করারও কথা বলা হয়েছে।

বালুরঘাটের নাজিবপুর হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি লুতফার রহমান মণ্ডলের বিরুদ্ধে ২০১৮ সালে বিস্তর অভিযোগ উঠেছিল। প্রধান শিক্ষককে গালিগালাজ করা, চেয়ার ছুড়ে মারার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এত সবের পরেও ফের তাঁকে পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে। প্রধান শিক্ষককে নিগ্রহ করার অভিযোগে ১৮ জন শিক্ষক কলকাতা হাইকোর্টে মামলা করেন। মামলাকারীদের আবেদনে বলা হয়, বারবার বলা সত্ত্বেও স্থানীয় থানা কোনও ব্যবস্থা নেয়নি। তদন্তকারী অফিসার দায়সারা ভাবে তদন্ত করেছেন।

সেই মামলাতেই বুধবার হাইকোর্টে আদালতের তোপে পড়ে পুলিস। জানতে চাওয়া হয়, পুলিস এখনও কেন তদন্ত করেনি। রাজ্যের আইনজীবী বলেন, নতুন অফিসার সবে দায়িত্ব নিয়েছেন। আরও ১৫ দিন সময় দেওয়া হোক, তারপর আদালত যা নির্দেশ দেবে, সরকার তাই মেনে নেবে। দয়া করে এখনই কড়া পদক্ষেপ করবেন না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*