কলকাতা ব্যুরো: উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর কৃতী ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় পড়ুয়াদের অসামান্য ফলে খুশি হয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী।
টুইটে তিনি জানিয়েছেন, উচ্চমাধ্যমিকের কৃতী ছাত্র-ছাত্রীদের অভিনন্দন। মেধাতালিকায় স্থান পাওয়া সকল পড়ুয়াদের শুভেচ্ছা জানাই। অভিনন্দন প্রতিটি শিক্ষক-শিক্ষিকা, বাবা-মা, স্কুল সবাইকে। আমাদের জেলার ছাত্র ও ছাত্রীরা অসাধারণ ফল করেছে। শহরের ছেলেমেয়েরাও আমাদের গর্বিত করেছে। কৃতী ছাত্র-ছাত্রীদের আগামী উজ্জ্বল হোক।
টুইটে মমতা আরও লিখেছেন, পরীক্ষার পর খুব তাড়াতাড়ি ফল প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে ২০২৩-এর উচ্চমাধ্যমিকের নির্ঘণ্টও প্রকাশ করা হয়েছে। এতে আগামী বছরে পরীক্ষার্থীদের সুবিধা হবে। যেসব পরীক্ষার্থী আশানুরূপ ফল করতে পারেনি, তাদের জন্য মমতা বলেছেন, ভবিষ্যতের জন্য প্রস্তুত হও। লড়াই করলে নিশ্চই ভালো ফল হবে আগামিদিনে।
Be the first to comment