প্রকাশিত হলো উচ্চমাধ্যমিকের ফলাফল

Spread the love

প্রকাশিত হলো উচ্চমাধ্যমিকের ফলাফল। সোমবার সকাল ঠিক ১০ টায় নির্ধারিত সময়ে পরীক্ষার ফলপ্রকাশ করে সংসদ। সাংবাদিক বৈঠকে ঘোষণা করা হয় প্রথম দশটি স্থানের মেধা তালিকা। এরপর বেলা ১১টা থেকে সংসদের এবং অন্যান্য ওয়েবসাইট থেকে ফল জানতে পারেন ছাত্র-ছাত্রীরা। সকাল ১১টা থেকে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট সহ অন্যান্য সাইটে দেখা যাচ্ছে রেজাল্ট। এছাড়াও এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফলাফল।

এবছর ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৩ মার্চ পর্যন্ত চলে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫ হাজার। রেজাল্ট জানতে পারবেন নিম্নলিখিত ওয়েবসাইটগুলোতে…- wbresults.nic.inwww.examresults.netwww.exametc.comwww.indiaresult.com, www.result.shiksha
এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা সে ক্ষেত্রে WB <রোল নম্বর> পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে। উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে যুগ্মভাবে, প্রথম হয়েছে শোভন মন্ডল বীরভূম, শোভনের প্রাপ্ত নম্বর ৪৯৮ (৯৯.০৬%)। এছাড়াও প্রথম হয়েছে রাজর্ষি বর্মন, কোচবিহার৷ রাজর্ষিরও প্রাপ্ত নম্বর ৪৯৮ অর্থাৎ ৯৯.০৬%। দ্বিতীয় হয়েছে সংযুক্তা বোস বিধাননগর গভঃর্মেন্ট হাইস্কুলের ছাত্রী, এছাড়াও দ্বিতীয় স্থান অধিকার করেছে তন্ময় মাইকোপ। উচ্চমাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্তা বোস বিধাননগর গভঃর্মেন্ট হাইস্কুলের ছাত্রী\। এছাড়াও দ্বিতীয় স্থান অধিকার করেছে তন্ময় মাইকোপ, স্বর্ণদীপ সাহা, রিতম নাথ, মহঃ মাসুম আখতার, ও অনাতপ মিত্র।  এদের সকলেরই প্রাপ্ত নম্বর ৪৯৬। উচ্চমাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছে হুগলির নবগ্রাম হীরালাল স্কুলের বর্নালী ঘোষ, বর্ধমানের সুপ্রিয় চক্রবর্তী, উত্তর ২৪ পরগনার মৃন্ময় মন্ডল, হুগলির সুপ্রিয় শীল ৷ এদের সকলেরই প্রাপ্ত নম্বর ৪৯৪।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*