আগামী সপ্তাহেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, দিনক্ষণ ঘোষণা সংসদের

Spread the love

চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী শুক্রবার অর্থাৎ ১০ জুন বেলা ১০ টায় প্রকাশিত হবে ফলাফল। ওয়েবসাইটেও ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। 

করোনার প্রকোপ কমায় চলতি বছরে অফলাইনে হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। আগের নিয়মে স্কুলে গিয়ে পরীক্ষা দিয়েছে পড়ুয়ারা। ২৭ এপ্রিল শেষ হয়েছিল পরীক্ষা। ফলত ফল কবে প্রকাশিত হবে, তা নিয়ে আলোচনা চলছিল। শুক্রবার  উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা শেষের ঠিক ৪৪ দিনের মাথায় আগামী ১০ জুন অর্থাৎ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হবে। 

এদিন সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ১০ জুন সকাল ১০ টায় প্রকাশিত হবে ফল। বেলা ১১ টা থেকে অনলাইনে দেখা যাবে রেজাল্ট। কোন কোন ওয়েবসাইটে ফল দেখা যাবে, ইতিমধ্যেই তাও জানিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, http://wbresults.nic.in, www.exametc.com, http://abpananda.abplive.in, www.results.sikksha সহ মোট ১২ টি ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। এছাড়াও এসএমএসের মাধ্যমে দেখতে পাওয়া যাবে রেজাল্ট। তার জন্য WB12 লিখে স্পেস দিয়ে নিজের রোল নম্বর পাঠাতে হবে ৫৬৭৬৭৫০ নম্বরে। এছাড়া www.exametc.com-এ প্রি রেজিস্ট্রার করতে পারেন নিজের রোল নম্বর। সেক্ষেত্রে ফল প্রকাশিত হওয়ার পরই রেজাল্ট পাওয়া যাবে এসএমএস মারফত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*