বাংলাদেশে আক্রান্ত হিন্দু মহিলা সাংবাদিক, গ্রেফতারের পর শর্তসাপেক্ষে জামিন দিল পুলিশ

Spread the love

রোজদিন ডেস্ক :- শেখ হাসিনার অভ্যুর্থানের পর থেকেই সেই দেশের সংখ্যালঘুদের উপর চলছে অত্যাচার। এরই মধ্যে ইসকন-এর সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর থেকে নতুন করে উত্তেজনা ছড়ায় বাংলাদেশে। এবার আক্রান্ত সেই দেশের হিন্দু মহিলা সাংবাদিক। পরে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা পুলিশ।

শনিবার রাতে ঢাকার রাজধানী কারওয়ান বাজারে মহিলা সাংবাদিক মুন্নি সাহাকে শতাধিক লোক ঘেরাও করে। জনতার তোপের মুখে পড়েন ওই মহিলা সাংবাদিক। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁকে গ্রেফতার করে তেজগাঁও থানার পুলিশ।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত ওসি মহম্মদ মোবারক হোসেন বলেন, ‘সাংবাদিক মুন্নী সাহাকে শনিবার রাত ১০টার দিকে জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর স্থানীয় কয়েকজন তাঁকে ঘিরে ধরেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।’
প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্নী সাহাকে নিয়ে যাওয়ার পর শতাধিক ব্যক্তি তাঁর বিচারের দাবিতে স্লোগান দেন।
বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর, মুন্নি সাহাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে দাবি পুলিশের।’ ডিবি কার্যালয় সূত্রে জানা যায়, বিক্ষুব্ধ জনতার তোপের মুখে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়া-সহ সব দিক বিবেচনা করে ৪৯৭ ধারায় পরিবারের হাতে মুন্নি সাহাকে তুলে দিয়েছে পুলিশ। এজন্য ৪ মামলায় আত্মসমর্পণ করে ঢাকার আদালত থেকে জামিন নেওয়ার শর্তও জুড়ে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে পুলিশ সমন পাঠালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন মোতাবেক, সংরক্ষণ বিরোধী বিক্ষোভের সময় এক ছাত্রের মৃত্যুর সঙ্গে যুক্ত মামলায় ওয়ান্টেড ছিলেন মুন্নি।
উল্লেখ্য, মুন্নী সাহা ‘এক টাকার খবর’ নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক। এটিএন নিউজের শুরু থেকে টিভি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন। তবে ২০২৩ সালের ৩১ মে মুন্নি এটিএন নিউজ ছেড়ে ‘এক টাকার খবর’ নামের একটি প্লাটফর্মের সঙ্গে যুক্ত হন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*