রোজদিন ডেস্ক :- অশান্ত বাংলাদেশে হিন্দু মন্দিরে ফের হামলা। ময়মনসিংহ ও দিনাজপুরের ৩টি হিন্দু মন্দির ও ৮টি মূর্তি ভাঙচুর করা হয়েছে বলে খবর। স্থানীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার ও শুক্রবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দুই মন্দিরে হামলার অভিযোগ ওঠে। হালুয়াঘাট থানার অফিসার-ইন-চার্জ আবুল খায়ের জানিয়েছেন, শুক্রবার ভোরের দিকে বন্দেরপাড়া মন্দিরে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। ভেঙে ফেলা হয় দুটি মূর্তি। যদিও সেই ঘটনায় কাউকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি।
বৃহস্পতিবার হালুয়াঘাট এলাকার পলাশকাণ্ড কালী মন্দিরেও হামলা চালানো হয় বলে জানান পুলিশ আধিকারিক। সেই ঘটনায় আলাল উদ্দিন নামক ২৭ বছরের এক স্থানীয় যুবককে গ্রেফতার করা হয়। পুলিশি জেরায়, হিন্দু মন্দিরে হামলার ঘটনা স্বীকার করে নেন বলেও জানিয়েছেন হালুয়াঘাট থানার অফিসার-ইন-চার্জ। শুক্রবার বিকেলে তাঁকে ময়মনসিংহের আদালতে পেশ করা হয়। তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
অন্যদিকে, মঙ্গলবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝরবারি শ্মশান কালি মন্দিরে ৫টি মূর্তি ভেঙে দেওয়া হয়। বৃহস্পতিবার প্রকাশ্যে আসে সেই ঘটনা। যদিও সেই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনায় আতঙ্কিত মন্দির কমিটির সভাপতি জনার্দন রায় বলেন, “এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি।” বীরগঞ্জ থানার ইন-চার্জ আব্দুল গফুর জানান, ঘটনার তদন্ত চলছে।
উল্লেখ্য, বাংলাদেশে হিন্দু মন্দিরে হামলার ঘটনা এই প্রথম নয়। আগস্ট মাসে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর সে দেশে হিন্দুদের উপর হামলার একাধিক অভিযোগ সামনে এসেছে। হিন্দু মন্দিরে হামলা, ভাঙচুরের ঘটনাও ঘটেছে। গত সপ্তাহে উত্তর বাংলাদেশের সুনামগঞ্জের মন্দিরে ভাঙচুর চালানোর অভিযোগে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। তারপর নতুন করে মন্দিরে হামলা ও ভাঙচুরের খবর সামনে এল।
Be the first to comment