কেশপুরের দোগাছিয়া এলাকায় ভারতী ঘোষের গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো ইট। ঘটনায় মাথা ফেটে জখম হয়েছেন এক নিরাপত্তাকর্মী। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। যদিও তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
এবিষয়ে সাংবিদকদের প্রশ্নের উত্তরে ভারতী ঘোষ বলেন, পিংলা, সবং, পাঁশকুড়ায় ছাপ্পা হচ্ছে। আমাদের কাছে খবর আছে । এরপর ইট ছোড়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান ।
এদিকে বাজেয়াপ্ত করা হয়েছে ভারতী ঘোষের দুটি গাড়ি । রিটার্নিং অফিসারের নির্দেশেই গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। রবিবার সকাল থেকেই নিজের গাড়িতে নিজের কেন্দ্রে ঘুরছেন ভারতী ঘোষ। কেশপুরে অভিযোগ, কেশপুরের চাঁদখালির একটি বুথে ঢোকার সময় তৃণমূলের লোকজন তাঁকে হেনস্থা করে। ধাক্কায় পড়ে যান ভারতী। তাঁর নখ উপড়ে যায়, কেঁদে ফেলেন তিনি। ওখানকার বিজেপি এজেন্ট অয়ন বন্দ্যোপাধ্যায়কে মারধর করা হয় বলে অভিযোগ।
তারপর কেশপুরের দোগাছিয়াতে ভারতীর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। মাথা ফেটে জখম হন এক নিরাপত্তাকর্মী। পরে দোগাছিয়াতেই ভারতী ঘোষের দেহরক্ষীর গুলিতে জখম হন এক তৃণমূল কর্মী।
Be the first to comment