দারিদ্রতা কে হারিয়ে পাটনায় সোনা জয় হুগলীর চার কন্যার

Spread the love
রিপোর্টার- (সুভাষ মজুমদার)
দরিদ্রতা কে হারিয়ে পাটনায় সোনাজয় হুগলীর চার কন্যার।স্বপ্ন ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহন। পাটনায় অনুষ্ঠিত ত্রিশ তম জুনিয়ার পূর্বাঞ্চলীয় অ্যাথলেটিকসে সোনা জয় করলেন হুগলীর চার কন্যা।ধনেখালীর মেয়ে স্বস্তিদিপা কর্মকার ৪০০ মিটারে এবং সাথী পাত্র ১০০ মিটার হার্ডলেসে সোনা জয় করেন। অন্যদিকে হরিপালের তনুশ্রী পোরেল ১০০ মিটারে সোনা এবং তারকেশ্বরের অর্পিতা মাজি শর্ট পুটে সোনা জয় করেন।
তারকেশ্বরের একটি কোচিং সেন্টারে এরা সকলেই প্যাক্টিস করেন।সকলেইর পরিবার  অভাব অনটনে মোরা।কারো পরিবার চলে দিন মজুরি তে, আবার কারো রাজ মিস্ত্রির জোগাড়ের কাজ করে। নিত্যদিনের অভাবকে সঙ্গী করে প্যাকটিশ চালিয়ে যাচ্ছেন এরা।সামনে লক্ষ জুনিয়ার ন্যাশান্যাল চ্যাম্পিয়নশিপ।
এদের সকলেরই নেই কোনো ভালো জুতো,নেই ভালো জামা কাপড়।মেলেনা ঠিকমতো খাবার।তাতেই এই সফলতা মনের জোর বাড়িয়েছে বহুগুণ।
কোচ অনুপ দাস বলেন ঠিক মতো প্যাক্টিস করে খাবার দাবার নিয়ে এক একজনের খরচ প্রতিদিন ৩০০টাকা।সেটা ওদের পরিবারের পক্ষে সম্ভব হয়না।আমরা যতটা পারি চেষ্টা করি আগামী দিনে ওদের সফলতা কামনা করি।দরিদ্রতা কে হারিয়ে ওরা আরো এগিয়ে যাক।
সোনা জয়ী সাথী পাত্র বলে অনেক কষ্ট করে প্যাক্টিস করি।বেস্ট কোয়ালিটির জুতো পেলে আমরা আরো বেস্ট রেজাল্ট করতে পারবো।আমরা গরিব পরিবারের মেয়ে বাবা মা যতটা পারে সাহায্য করে।যে কোচের কাছে প্যাক্টিস করি তিনি আমাদের যথেষ্ট হেল্প করেন  আমাদের এখন লক্ষ ইন্টারন্যাশনাল পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহন করা।