রোজদিন ডেস্ক, কলকাতা:- সাত সকালে কলকাতার বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ঘটে গেলো ভয়াবহ দুর্ঘটনা। একটি দ্রুতগামী বালি ভর্তি লরির ধাক্কায় এক অ্যাপ ক্যাব পুরোপুরি দুমড়েমুচড়ে যায়। এই দুর্ঘটনায় ক্যাবের ভিতরে থাকা দুই যাত্রী এবং চালক গুরুতর জখম হন। স্থানীয় পুলিশ তড়িঘড়ি এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়, এবং লরির চালককে আটক করে। এদিন সকাল থেকেই রাজ্যজুড়ে কুয়াশা ছিল ব্যাপক। ভোরের দিকে তো একহাত দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। সেই সময় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল একটি অ্যাপ ক্যাব। ক্যাবটি যখন ঢালাই কারখানার কাছে পৌঁছায়, তখন পিছন থেকে একটি বালি ভর্তি লরি এসে ধাক্কা দেয়। লরিটি ছিল দ্রুত গতির, ফলে ধাক্কাটি এতটাই শক্তিশালী ছিল যে ক্যাবটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। ভিতরে থাকা দুই যাত্রী এবং চালক সবাই গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে লরিটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে এবং ক্যাবটিকেও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, লরির চালককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বর্তমানে পুলিশের তরফে খোঁজ নেওয়া হচ্ছে, লরিটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা এবং লরির গতিবেগ কত ছিল। এছাড়া, চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা-ও তদন্ত করা হচ্ছে।
Be the first to comment