রোজদিন ডেস্ক, কলকাতা :- মহারাষ্ট্রের ভাণ্ডারায় অর্ডিনান্স ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় এখনও পর্যন্ত এক জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। তবে অন্তত পাঁচ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের তীব্রতা এতোটাই বেশি ছিল ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়।
সংবাদমাধ্যম সূত্রের খবর, শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ ভাণ্ডারা জেলার ওই অর্ডিনান্স ফ্যাক্টারিটি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে। কালো ধোঁয়ায় ডেকে যায় গোটা এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে সেটার শব্দ শোনা যায় ৫ কিলোমিটার দূর থেকে। শোনা যাচ্ছে, বিস্ফোরণের তীব্রতায় ওই ফ্যাক্টরির ছাদ ভেঙে পড়ে। সেসময় অন্তত ডজনখানেক কর্মী সেখানে কাজ করছিলেন। স্থানীয়দের দাবি, ঘটনায় একাধিক কর্মীর মৃত্যু হতে পারে।
ভাণ্ডারের জেলা কালেক্টর সঞ্জয় কোল্টে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “ভাণ্ডারার অর্ডিনান্স ফ্যাক্টরিতে একটা দুর্ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উদ্ধারকারী দল এবং মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। এখন উদ্ধারকাজ চলছে।” তিনিই জানান, বিস্ফোরণে কারখানার ছাদ ভেঙে পড়ে। সেসময় ১২ জন কাজ করছিলেন। তারা সবাই ধ্বংসস্তুপে চাপা পড়েন। তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ এবং অ্যাম্বুল্যান্সও পাঠানো হয়েছে।
Maharashtra | There has been an accident of blast at Ordnance factory, Bhandara today morning. The rescue & medical teams are deployed for survivors and rescue is underway. Details will follow.: PRO Defence Nagpur
— ANI (@ANI) January 24, 2025
Be the first to comment