রোজদিন ডেস্ক :- ডিসেম্বর মাসেও এখনো পর্যন্ত শীতের থাবা বসেনি বাংলায়। তাহলে কবে নামবে তাপমাত্রা? এই প্রশ্নই এখন সকলের মনে। এরই মাঝে ফের বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি নামবে তাপমাত্রাও।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে আবহাওয়ার বেশ কিছুটা পরিবর্তন হবে। রবিবারের মধ্যে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর ১৫ই ডিসেম্বর এর পর থেকে শুরু শীতের হাড়হিম প্রকোপ।
হাওয়া অফিস জানাচ্ছেন ,আপাতত ৯ ডিসেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সপ্তাহান্তে অনেকটাই পারদ পতনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বিশেষত পশ্চিমের জেলাগুলিতে। বৃহস্পতিবার থেকে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গে। এরপর ৯ ডিসেম্বর থেকে কনকনে শীতের আগমন হতে পারে।
এই সময় কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে। ১২ ডিসেম্বরের পর থেকে দক্ষিণবঙ্গের সর্বত্র জাঁকিয়ে পড়বে শীত। ১৫ ডিসেম্বরের দিকে দার্জিলিং ৪, কালিম্পং ৬, এমনকি পাল্লা দিয়ে পুরুলিয়া ৬, কলকাতা ১০ ডিগ্রিতেও তাপমাত্রা নেমে যেতে পারে।
Be the first to comment