রোজদিন ডেস্ক :-
পুজোর প্লানিং কি করে ফেলেছেন? ভাবছেন গঙ্গার নীচে মেট্রো করে যেতে যেতে যদি সুন্দর মণ্ডপ দেখা যেতো, কি ভালই না হতো?
বেশ, তাহলে পুজো পরিক্রমার লিস্টি তে জায়গা দিন জগৎ মুখার্জি পার্কের নামটিকে।শোভাবাজার বা শ্যামবাজার মেট্রো স্টেশনে নেমে কয়েক পা হাঁটলেই পৌঁছে যাবেন গন্তব্য স্থলে। একদম অপনার মনের মতো থিম,মণ্ডপে যাওয়ার পথে দু’দিকে দেখতে পাবেন গঙ্গার জলরাশিও।
এবারে এই পুুজো ৮৮তম বর্ষে পদার্পণ করল।উদ্যোক্তাদের দাবি, ঠিক যেভাবে মেট্রোয় চড়ে গঙ্গার নীচ দিয়ে হাওড়া ময়দানে পৌঁছনো যায়, এই মণ্ডপে প্রতিমা দর্শনে এলেও হুবহু তেমনই অনুভূতি হবে দর্শকদের।
যেভাবে মেট্রো স্টেশনে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়, সেভাবেই তাঁদের মণ্ডপে প্রবেশের জন্য কাটতে হবে টিকিট। তারপরে হুবহু মেট্রো স্টেশনের মতো এসক্যালেটরে করে নেমে যেতে হবে নীচে।
সেখানে আগে থেকেই অপেক্ষা করবে মেট্রো! তাতে চড়ে গঙ্গার জলরাশির মধ্যে দিয়ে মন্ডপে পৌঁছনোর ব্যবস্থা করা হচ্ছে। সবটাই কৃত্রিম।
২০১৬ সালে ‘ডাউন বনগাঁ লোকালে’র থিম গড়ে দর্শকদের মন জয় করেছিলেন উদ্যোক্তারা। এবারে তাঁদের থিমের নাম ‘প্ল্যাটফর্ম হাওড়া ময়দান’!
এমনভাবে কারুকাজ করা হয়েছে যে দর্শকরা বেশ উপভোগ করতে পারবেন বলেই আশা উদ্যোক্তাদের।
Be the first to comment