মাঝরাতে ফোন আসতেই বেরিয়ে যান গাড়ির চালক। কিন্তু এরপরই খবর আসে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। রবিবার হাওড়ার ফোরশোর রোডে লরির ধাক্কায় মৃত্যু হয় ৩২ বছরের বিকাশ রায় নামে ওই গাড়ির চালকের। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে ধোঁয়াশা। ঘটনাস্থলে পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, রাত তিনটে নাগাদ বিকাশের কাছে একটি ফোন আসে। এরপরই বাড়িতে কিছু না জানিয়েই বেরিয়ে যান ওই যুবক। বেশকিছুটা সময় কেটে যাওয়ার পর পুলিসের ফোন আসে বিকাশের বাড়িতে। তাঁদের জানানো হয়, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিকাশের।
পুলিস জানিয়েছে, ঘাতক ওই লরিটি ধাক্কা মেরে পালিয়ে যায়। চালক ও খালাসির খোঁজে তল্লাশি চালানো শুরু হয়েছে। সবটাই খতিয়ে দেখছে হাওড়া থানার পুলিস। সিসিটিভির ফুটেজও খতিয়ে দেখছে পুলিস।
পরিবারের সদস্যরা জানান, বিকাশের গাড়িটি একটি দেওয়ালে ধাক্কা মারে। সেখানেই আটকে যায় গাড়িটি। চালকের আসনে বসে থাকা বিকাশের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এত রাতে কার ফোন এসেছিল, যে বিকাশ গাড়ি নিয়ে বেরিয়ে গেল। বিকাশের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। কিছুদিনের মধ্যে তাঁর দেশের বাড়ি বিহারে যাওয়ার কথা ছিল। হঠাৎ এমন ঘটনায় মৃত্য ঘিরে দানা বাঁধছে রহস্যের।
Be the first to comment