হাওড়া ব্রিজে ফের ঘটল দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে হাওড়া ব্রিজের উপর কলকাতা ও হাওড়াগামী দুটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক যাত্রী।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বাস দুর্ঘটনায় জখম হয়েছেন ৬ জন যাত্রী ৷ ২৪বি বাসের কন্ডাক্টরও আহত হয়েছেন। আহত যাত্রীদের চিকিৎসার জন্য হাওড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।
আজ সকালে ২৪বি ও ৫৯ রুটের বাসের মধ্যে সংঘর্ষ ঘটে। ট্র্যাফিক পুলিশ সূত্রের খবর, অফিস টাইমের জন্য ব্রিজের উপরে গাড়ির সংখ্যা ছিল অনেক। সেই সময় ব্রিজের একদম মাঝ বরাবর জায়গা দিয়ে যাওয়ার সময় বাস দুটি একে-অপরের লেনে ঢুকে পড়তেই সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পৌঁছেছে নর্থ পোর্ট থানার পুলিশ। দুটি বাসকেই আটক করেছে পুলিশ। বাসের মালিকদের ডেকে পাঠানো হয়েছে।
প্রয়োজনে বাস দুটির স্বাস্থ্য পরীক্ষা হতে পারে বলে নর্থ পোর্ট থানা সূত্রে খবর । হাওড়া ব্রিজের উপরে গাড়ির আধিক্য থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। অফিস টাইমে ব্যস্ত হাওড়া ব্রিজের উপরে দুর্ঘটনার জন্য বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরে নর্থ পোর্ট থানার আধিকারিকরা দুটি বাসকে ব্রিজের উপর থেকে সরিয়ে নিয়ে যায়। কর্তব্যরত ট্র্যাফিক পুলিশের চেষ্টায় কিছুক্ষণ পর যানচলাচল স্বাভাবিক হয় ৷
Be the first to comment