ফের হাওড়া জেলা সংশোধনাগার থেকে পালিয়ে গেল এক বন্দি। রাতের অন্ধকারে নয়, একেবারে দিনে দুপুরে। জানা গেছে পলাতক বন্দি ইসমাইল শেখকে বধূ নির্যাতনের মামলায় গ্রেফতার করা হয়েছিল।
আজ বেলা বারোটা কুড়ি মিনিট নাগাদ রক্ষীদের নজর এড়িয়ে পাইপ বেয়ে জেলের পাঁচিলে ওঠে ওই বন্দি। তারপর লাফ দিয়ে পালিয়ে যায়। ঘটনা জানাজানি হতেই হাওড়া সংশোধনাগারে ছুটে আসেন ডিআইজি (কারা) বিপ্লব দাস সহ অন্য আধিকারিকরা। বিপ্লববাবু জানান, ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ’’ যেখান দিয়ে ওই বন্দি পালিয়েছে সেই পাঁচিল প্রায় ২০ ফুট উঁচু। কিন্তু জায়গাটা পরিত্যক্ত। এবং নজরদারির জন্য কোনও সিসিটিভি ক্যামেরাও নেই। কেন সেখানে কোনও নজরদারি ছিল না তা খতিয়ে দেখা হচ্ছে।’’
জানা গিয়ে ডোমজুরের বাসিন্দা ইসমাইল শেখ। বধূ নির্যাতনের মামলায় বিচারাধীন ছিল সে। গত দু মাস ধরে এই জেলা সংশোধনাগারে বন্দি ছিল ইসমাইল। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। আজ ইসমাইল যেখান দিয়ে পালিয়েছে ঠিক সেই জায়গা দিয়েই বছরখানেক আগে পালিয়েছিল এই সংশোধনাগারের বন্দি দিলীপ সিং। তারপরেও কেন নজরদারির অভাব তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেল কর্তারা। এ ছাড়াও দিনে দুপুরে জেল থেকে পালানোর ঘটনাতেও কপালে ভাঁজ পড়েছে তাঁদের।
Be the first to comment